class 8 part 4 bengali

model activity task class 8 part 4 bengali

Question And Answers:

১. ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে :

১.১ __________ বিষয়ে পৃথিবীতে কোনাে জাতিই আরবদিগের তুল্য নহে।”

(ক) যুদ্ধবিগ্রহ  (খ) দপ্রদর্শন  (গ) ৰৈৱসাধন  (ঘ) আতিথেয়তা

উ: আতিথেয়তা

১.২ ‘আমার কাছে কীরূপ আচরণ প্রত্যাশা করাে?” বা হলেন –

(ক) সেলুক  (খ) সেকেন্দার  (গ) পুরু  (ঘ) চন্দ্রগুপ্ত

উ: (খ) সেকেন্দার

১.৩ পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়।– টেনিদাকে একথা বলেছে –

(ক) হাৰুল সেন  (খ) ক্যাৰলা  (গ) প্যালা  (ঘ) ভণ্টা

উ: (খ) ক্যাৰলা 

২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :

২.১ মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম’ – কোন প্রসঙ্গে কবি একথা বলেছেন ?

উ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘বােঝাপড়া’ কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেয়া হয়েছে। এই লাইনের মাধ্যমে তিনি বােঝাতে চেয়েছেন পৃথিবীর কোনাে মানুষই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারে না আবার সকলে সব কিছু পায়ও না। কেউ বেশি পায় আবার কেউ কম পায়, কেউ প্রতারণার শিকার হচ্ছে ঠিক তেমনি সেও অন্য কাউকে প্রতারিত করছে। তাই কবি এমন বলেছেন।

২,২ ‘আমা অপেক্ষা আপনকার ঘােরতর বিপক্ষ আর নাই।” – বক্তার একথা বলার কারণ কী ?

উ: উপরােক্ত বক্তব্য নেওয়া হয়েছে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের লেখা ‘ অদ্ভুত আতিথেয়তা’ থেকে এখানে বক্তা আরবসেনাপতি মুরসেনাপতিকে একথা বলার কারণ হল গতরাতে যখন দুই সেনাপতি পরস্পর পরস্পরের পূর্বপুরুষের বিক্রম বর্ণনা করেছিল তখন আরব সেনাপতি জানতে পারেন এই আশ্রয়প্রার্থী মুরসেনাপতির নির্দেশেই তার পিতাকে হত্যা করা হয়েছিল ফলে তার প্রতিশােধ গ্রহণের জন্য ইচ্ছা জাগল আশ্রয়প্রার্থী আক্রমণ করতে পারবে না তাই পরদিন সকালে মুর সেনাপতিকে প্রস্থানের উপযুক্ত ব্যবস্থা করে দিয়ে এ কথা বলেছিলেন।

২.৩ ‘আন্টিগাে! তােমার এই ঔদ্ধত্যের জন্য তােমায় আমার সাম্রাজ্য থেকে নির্বাসিত করলাম।” – আন্টিগােনস কোন ঔদ্ধত্য দেখিয়েছে?

উ: দ্বিজেন্দ্রলাল রায়ের ‘চন্দ্রগুপ্ত’ নাটকের সেকান্দারের কাছে আন্টিগােনস যখন গুপ্তচর সন্দেহে চন্দ্রগুপ্তকে নিয়ে আসে তখন কথােপকথনের মাধ্যমে জানা যায় গ্রিক সেনাপতি সেলুকাস সরল বিশ্বাসে চন্দ্রগুপ্তকে যুদ্ধকৌশল শিক্ষা দিয়েছিলেন। কিন্তু এই নিয়ে সেলুকাস ও অ্যান্টিগােনাস এর মধ্যে বিবাদ সৃষ্টি হয় এমনকি আন্টিগােনস সেলুকাসের ওপর তরবারিও’নিক্ষেপ করেছিল আর সব ঘটেছিল সম্রাট সেকেন্দারের সামনে। তাই সেকান্দার আন্টিগােনস এর কার্যকলাপকে ঔদ্ধত্য বলে মনে করেছিলেন।

২.৪ ‘তােদের মতাে উল্লুকের সঙ্গে পিকনিকের আলােচনাও ঝকমারি!’ – কোন্ কথা প্রসঙ্গে টেনিদা এমন মন্তব্য করেছিল?

উ: নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘বনভােজনের ব্যাপার’ গল্পটিতে পিকনিক দলপতি ছিলেন টেনিদা। 

     পিকনিকের মেনু তৈরি করতে গিয়ে বেশ আলােচনা হচ্ছিল ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোর্মা ইত্যাদি সুস্বাদু খাবার কিন্তু হঠাৎ করেই সুস্বাদু মেনুর সঙ্গে জুড়ে দিয়েছেন আলুভাজা, বাটি চচ্চড়ি। ক্যাবলা জুড়ে দিয়েছিল কুদরুর তরকারি দিয়ে ঠেকুয়া। এত স্বাদের খাবারের মধ্যে এই খাবারগুলাে টেনিদার মাথা গরম করে দেয় ফলে তিনি উপরােক্ত মন্তব্য করেছিলেন।

৪. নির্দেশ অনুসারে উত্তর দাও :

৪.১ দল বিশ্লেষণ করে দল চিহ্নিত করো :

ইস্টিশান, বাগুইয়াটি, দর্শনমাত্র, ক্ষিপ্রহস্ত, অদ্ভুতরকম

উত্তরঃ ইস-টি-শন (রুদ্ধ দল – মুক্ত দল – রুদ্ধ দল)

বা – গুই – আ – টি (সবগুলি মুক্ত দল)

দর – শন – মাত – র (রুদ্ধ দল, রুদ্ধ দল, রুদ্ধ দল, মুক্ত দল)

ক্ষিপ – রো – হস – ত (রুদ্ধ দল, মুক্ত দল, রুদ্ধ দল, মুক্ত দল)

৪.২ উদাহরণ দাও :

মধ্যস্বরাগম, স্বরভক্তি, অন্তঃস্থ য়-শ্রুতি, অন্ত্যস্বরলোপ অন্যোন্য স্বরসংগতি

উত্তর : 

মধ্যস্বরাগম – রত্ন >রতন

স্বরভক্তি – ধর্ম > ধরম

অন্তঃস্থ য়-শ্রুতি – চা – এর > চায়ের

অন্ত্যস্বরলোপ – আজি > আজ

অন্যোন্য স্বরসংগতি – রামু > রেমো

  • যার কর্ম তার সাজে, অন্য লোকে লাঠি বাজে।

উত্তরঃ যে কাজে যে পারদর্শী তার পক্ষে সেই কাজ করা সহজ।

  • নুন আনতে পান্তা ফুরোয়।

উত্তরঃ দারিদ্র্যের অসহ্য যন্ত্রণা।

  • গেঁয়ো যোগী ভিখ পায় না। 

উত্তরঃ অতি কাছের জনের গুণের কদর হয় না।

  • মারি তো গন্ডার, লুটি তো ভান্ডার।

উত্তরঃ বড় কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা।

  • একহাতে তালি বাজে নয়া।

উত্তরঃ দুই পক্ষের দল থেকেই বিবাদ হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *