একটি ভালো ক্যাপশন একটি মানুষের মার্জিত রুচিবোধ ও ব্যক্তিত্বের পরিচয় বহন করে থাকে। মানুষের জীবন হরেক রকম অনুভূতির রঙে রাঙানো । সেই বর্ণিল অনুভূতির ডালি সাজিয়ে নিচে উল্লিখিত সেরকমই কিছু মনোগ্রাহী ক্যাপশন যা জীবনের বিভিন্ন দিককে সুন্দরভাবে তুলে ধরবে:
- Cool Bengali Short Caption for DP
- জীবন নিয়ে
- বাস্তবতা নিয়ে
- মন ও ভালোবাসা নিয়ে ক্যাপশন
- ভালোবাসা নিয়ে বায়ো
- মেয়েদের জন্যে
- বন্ধুত্ব নিয়ে
- সম্পর্ক নিয়ে
- আনন্দ নিয়ে
- বিশ্বাস নিয়ে
- আরো কিছু সেরা বাংলা ক্যাপশন
কি করে বলবো?
নিজেই বুঝে নাও না।
খুব মনে পড়ে তোমায়,
এসে বুকে জড়িয়ে নাও না।
আমি হয়তো দুস্টু,
কিন্তু খারাপ না।
আমি সবার সাথে মজা করি,
কিন্তু ফাজিল না।
আমি খুব রাজি,
কিন্তু নিষ্ঠুর-স্বার্থপর না।
আমি আমার মতো ,
হয়তো কারো মনের মতো না।
সবার সাথে তাল মিলিয়ে
চলা সম্ভব নয়।
কারন আমি মানুষ
তবলা নই।
আমি তোমাদের ম্যাসেজ করি না
বলে ভেবো না,
আমার ইগো আছে, আসলে আমার
লজ্জা লাগে।
“ব্লক”
করে দিলেই কিংবা কথা
বলা বন্ধ করে দিলেই ,
ভালোবাসা শেষ হয়ে যায় না।
যেচে কথা বলি বলে
মূল্যহীন ভেবো না।
পেয়ে গেছে সে নতুন ঠিকানা ,
তাই আর যোগ যোগ হয় না।
সরি তোর অনুমতি না নিয়েই,
তোকে মিস করি।
জীবনে এমন কাউকে ভালোবাসো,
যে তোমাকে ভালোবাসতে না পড়লেও
তোমাকে সম্মান করবে।
গরিব মানুষ স্যার –
দিনে চাঁদ দেখি।
মানুষের কিসের এত অহংকার
bengali caption
যার শুরু এক ফোঁটা রক্তে।
আর শেষ হল মৃত্তিকায়।
সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ
এই তো জীবন ।
- চলার পথে ,পথের বাঁকে নেই তো আপন পর,
কি আর পাবি কি আর দিবি আঙ্গুল গুণে কি!
লাভের খাতায় হিসাব করে জীবন ভরে কি?
আজ পাওনা দেনা মিটিয়ে দিয়ে আয়রে ছুটে আয়।
- আর নয় নিস্ফল ক্রন্দন
শুধু নিজের স্বার্থের বন্ধন
খুলে দাও জানালা আসুক
সারা বিশ্বের বেদনার স্পন্দন।
- জাঁকিয়ে বসা আসলে এক শিকড় সুলভ আইন
গাছই জানে পাখি মাত্রেই নিপাট পরিযায়ী । - উচ্চাকাঙ্খী উন্নতশির গাছের,
তারকার থেকে মাটিই কিন্তু কাছের। - সব গাছেরা বৃক্ষ হলেই জেতে!
তৃণ প্রজাতিই বিরাজ করে ক্ষেতে - হে আক্রান্ত পৃথিবী ;তুমি অপরাজিত হও !
- মাঝে মাঝে আমি মুখ বন্ধ রাখি আর মাথা নত করে নি। এর মানে আমি ‘পরাজিত নই’; ‘আমি পরিণত’।
- সুতো ছাড়ো ,উড়তে দাও মনকে
অপূর্ণতার ঊর্ধ্বে । - জীবন সহজ নয়;জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে,কখনো ধৈর্য ধরে, কখনো ক্ষমা করে, আবার কখনো বা এড়িয়ে চলে ।
- নিহত বাঘের থেকে আহত বাঘ বেশি ভয়ংকর ।
- ত্যাগ বিনা কিছুই সম্ভব না। শ্বাস নেওয়ার সময়ে ও আগে একটা শ্বাস ছাড়তে হয় ।
- যেখানে মনে হবে আর সম্ভব না ; সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা।